৯:০৬ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • এক মাছের দাম তিন লাখ!
ads
প্রকাশ : নভেম্বর ৮, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ন
এক মাছের দাম তিন লাখ!
মৎস্য

একটি মাত্র মাছ বিক্রি করেই তিন লাখ টাকা ঘরে তুললেন এক জেলে। ঘটনা পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র তথা বঙ্গোপসাগরের কূলে অবস্থিত দীঘার দক্ষিণপূর্বের এক তটবর্তী গ্রাম দীঘা মোহানার।

শনিবার সকালে সেখানকার বাজারে একটি বিশালাকার তেলিয়া ভোলা মাছ তিন লাখ টাকায় বিক্রি করেন বিবেক করণ নামে ওই মৎস্যজীবী।

দীঘা মোহানা এলাকার মৎস্যজীবীদের সূত্রে খবর, কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ট্রলারে এই তেলিয়া ভোলা ধরা পড়ে। এরপর সেই মাছটি দীঘা মোহানার একটি আড়তে নিয়ে আসা হয় নিলামের জন্য।

বিবেক বলেন, ‘মাছটির মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। মাছটি কেজিপ্রতি দর উঠে ৭ হাজার ৫৫০ টাকা।’ কলকাতার এক ব্যবসায়ী মাছটি তিন লাখ টাকায় নিলামে কিনেছেন বলে জানান বিবেক।

এই মৎস্যজীবী আরও বলেন, ‘মাছটি পুরুষ হলে দাম আরও অনেকটা বেশি হতে পারত। আমরা শুনেছি এই মাছের পটকা দিয়ে জীবনদায়ী ওষুধের ক্যাপসুল খোল তৈরি হয়। যত বড় আকারের মাছ হয় তত বড় তার পটকাও হয়। আর পটকা যত বড় হয় তার দামও তত বেশি হয়।’

মৎস্যজীবীদের কাছে অন্যান্য মাছের তুলনায় তেলিয়া ভোলার কদর অনেকটাই বেশি। এই তেলিয়া ভোলার সৌজন্যে রাতারাতি কোটিপতি বা লাখপতি হওয়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে আছে।

বিবেকের কথায়, ‘তেলিয়া ভোলা সাধারণত গভীর সমুদ্রেই পাওয়া যায়। এই মাছ অনেকটা দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করে। অভিজ্ঞ শিকারি ছাড়া এই মাছ সচরাচর ধরা যায় না।’

 

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop