১২:২২ অপরাহ্ন

শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • পুকুরপাড়ে সবজি চাষে ঝুঁকছেন বাগেরহাটের চাষিরা
ads
প্রকাশ : নভেম্বর ৩০, ২০২২ ৭:২১ অপরাহ্ন
পুকুরপাড়ে সবজি চাষে ঝুঁকছেন বাগেরহাটের চাষিরা
কৃষি বিভাগ

বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে পুকুর পাড়ে মাছ চাষের পাশাপাশি করলা, শসা, লাউ, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, উচ্ছে, ঝিঙে, চাল কুমড়া, বরবটি, শিম, পুঁইশাক, পেঁপে, শসা, খিরাইসহ নানা রকমের সবজি চাষ। মাছ চাষের পাশাপাশি পুকুরের পাড় পতিত অবস্থায় ফেলে না রেখে সেখানে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও জাল দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করে বিভিন্ন সবজির চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৮৮০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৫৪০ হেক্টর ঘেরের পাড়ে জমিতে সবজি চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হেক্টর জমি বেশি।

চুনখোলা ইউনিয়নের আংরা গ্রামের দীপঙ্কর বিশ্বাস জানান, তাঁর তিন বিঘা ঘেরের পাড়ে মাচা পদ্ধতিতে সবজির চাষ করা হয়েছে। উৎপাদিত সবজি পাইকারি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তিনি। মাছের পাশাপাশি সবজি চাষ থেকে ভালই আয় হয় বলেও তিনি জানান।

একই এলাকার খোকন শেখ বলেন, বর্তমানে দেশ-বিদেশে সবজির ব্যাপক চাহিদা হওয়ায় গত কয়েক বছরে মাছের ঘেরের পাড়ে সবজি চাষে ভাগ্যের পরিবর্তন এসেছে তাঁদের জীবনে। মাচা পদ্ধতিতে সবজি চাষে বহু কৃষকের ভাগ্য ফিরেছে বলেও তিনি জানান।।

মোল্লাহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা বলেন, বেশিরভাগ ঘেরের পাড়ে সবজি চাষ হচ্ছে। বর্তমান ফসল তোলার ভরা মৌসুম চলছে। কৃষকরা ভালো দামও পাচ্ছেন। নিরাপদ সবজি উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop