১১:৩২ পূর্বাহ্ন

শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
ads
প্রকাশ : জুন ১২, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ন
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
প্রাণিসম্পদ

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের (MVSA) নতুন কমিটি গঠিত হয়েছে।  এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের শিক্ষার্থী মোঃআদনান আহমেদ কে সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫ম বর্ষের শিক্ষার্থী মোঃমোস্তাফিজুর রহমান রিদয় কে সাধারণ সম্পাদক  করে আগামী  এক (১) বছরের জন্য প্রতিষ্ঠাতাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ জুন যাত্রা শুরু করে ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (MVSA)।

ময়মনসিংহের সকল প্রত্যন্ত উপজেলার দরিদ্র মানুষের পাশে দাড়ানো এবং ভেটেরিনারি পেশার সকলকে এক ছাদের নিচে একত্রিত কারাই এই সংগঠন মূল লক্ষ্য।সভাপতি ও সাধারণ সম্পাদক আন্তরিকভাবে ধন্যবাদ জানান ভেটরত্ন বিভিএ মহাসচিব ডাঃহাবিবুর রহমান মোল্লা , বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস’ ফেডারেশন এর সম্মানিত সভাপতি ইমতিয়াজ আবির এবং সাধারণ সম্পাদক ডাঃরতন রহমানকে।  জাতির পিতার আদর্শ বুকে নিয়ে পেশার স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন

 

কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন-

সহ-সভাপতিঃ
আবু জাফর আবরারুল হক সাদী (বাকৃবি), তৌফিক আহমেদ (শেকৃবি), শাকিল আহমেদ (বশেমুরকৃবি), জি এম কিবরিয়া পিয়াস (শেকৃবি), আশরাফুল কায়সার (পবিপ্রবি), আশরাফুল আলম (বাকৃবি), জুনাইদ ইসলাম (সিকৃবি), মোঃ আশিক মন্ডল (গবি), রাফসান জানি রাহাত (বাকৃবি)।

যুগ্ম-সাধারণ সম্পাদকঃ
ইফফাতুল জান্নাত (গবি), নকিবুল হাসান নিশাদ (বশেমুরকৃবি), মোঃ আরজু আহমেদ (শেকৃবি), সাদিয়া আফরিন তনয়া (ঝিসভেক), চন্দন বর্মণ (সিকৃবি), মোঃ জহিরুল ইসলাম (সিভাসু), মনির হোসেন (সিকৃবি), আনসারুল হক মামুন (বাকৃবি), জাহিদ হাসান (গবি), সুমাইয়া বিনতে হেলাল (বাকৃবি)।

সাংগঠনিক সম্পাদকঃ
তানভীর সাইদ নোবেল (বশেমুরকৃবি), মাহাদী হাসান (সিকৃবি), সানজিদা হায়দার (বাকৃবি), রিদওয়ানুল ইসলাম (পবিপ্রবি), নেজামুল হক (শেকৃবি), মুনিয়া আজম মাইশা (গবি), দুর্জয় সিংহ (শেকৃবি), মার্জিয়া রহমান প্রিয়া (ঝিসভেক), ইয়াহিয়া খান শাকিল (বশেমুরবিপ্রবি)।

কোষাধ্যক্ষঃ তানজিলা মোবাশ্বারা স্বর্ণালী (বাকৃবি),
দপ্তর সম্পাদকঃ নাইমোর রহমান ধ্রুব (গবি)
উপ-দপ্তর সম্পাদকঃ সানজিদা আরেফিন কথা (সিকৃবি), এ কে এম নাসরুল্লাহ (শেকৃবি)।
প্রচার সম্পাদকঃ তানজিমুল ইসলাম (সিকৃবি)।
উপ-প্রচার সম্পাদকঃ সাইফ আল হোসাইন প্রিতম (বাকৃবি), হাসনাত তালুকদার স্নিগ্ধ (বশেমুরকৃবি)।
ক্রীড়া সম্পাদকঃ মোঃসাইদুল ইসলাম মুন্না(শেকৃবি)।
উপ-ক্রীড়া সম্পাদকঃ রুহুল আমিন (পবিপ্রবি)
সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকঃ  এ কে এম লুৎফুল হক পল্লব (বাকৃবি), উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকঃ আবু সফিয়ান (সিকৃবি),সাদিয়া আফরিন (শেকৃবি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মুবাশ্বিরা নাজিয়াহ্ মেধা (বশেমুরবিপ্রবি), উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ রেদোয়ান হাসান (ঝিসভেক), শাখী রেজুয়ানা ঐশী (শেকৃবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ মাকসুদা আক্তার (শেকৃবি), উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃনূরতাজ লাবণ্য (বশেমুরকৃবি), সাহিত্য বিষয়ক সম্পাদকঃ মোঃ নুরুজ্জামান (শেকৃবি), উপ সাহিত্য বিষয়ক সম্পাদকঃ সুপ্রিয়া রায় (সিকৃবি), নিশাত লুবনা (বশেমুরবিপ্রবি), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ সুমন ইসলাম শাকিল (রাবি), উপ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ আবু তৈয়ব সাকিব(হাবিপ্রবি),

আইন বিষয়ক সম্পাদকঃ মোহাইমিন ছাব্বির (পবিপ্রবি), উপ-আইন বিষয়ক সম্পাদকঃ মোজাহিদুল ইসলাম তুষার (শেকৃবি), গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মোঃ শাহরিয়ার ইসলাম (হাবিপ্রবি), উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ শাহরিয়ার ইসলাম স্বপ্নীল (শেকৃবি), ফৌজিয়া রহমান অতসী (ঝিসভেক), ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ আরিফ বিল্লাহ সৌরভ (গবি), উপ-ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ নাইম হাবিব (হাবিপ্রবি)।

ছাত্রী বিষয়ক সম্পাদকঃ রুমানা রশিদ মিম (বশেমুরবিপ্রবি), উপ-ছাত্রী বিষয়ক সম্পাদকঃ
সোমাইয়া নাওশীন (গবি), ফাতিহা রাহনুম তাহিয়া(বাকৃবি), আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ
তিথী সূত্রধর (হাবিপ্রবি), উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ আমিনুল ইসলাম (বশেমুরবিপ্রবি)।
সহ-সম্পাদকঃ মার্জিয়া স্বর্নালি(বশেমুরবিপ্রবি), অমিয় ভূষণ দাস(বশেমুরকৃবি), সোহানুর রহমান সবুজ (শেকৃবি), মোঃ ইমরুল হাসান (সিভাসু), হাবিবুর রহমান (হাবিপ্রবি), তানজিন হাসান (সিসভেক), সানায়েত আহমেদ (সিসভেক)।

কার্যকরী সদস্যঃ সামিউল ইসলাম আকাশ (শেকৃবি),  আশফাক জিম(বাকৃবি), আব্দুল্লাহ আল মামুন (সিভাসু), মাহমুদুল হাসান (বাকৃবি), মেহেদী হাসান আকাশ(বাকৃবি), সফিউর মক্তাদির সোহান(পবিপ্রবি), আসাদুজ্জামান নূর (বাকৃবি),
সাইদ সিয়াম(বাকৃবি), আব্দুল্লাহ আল শফিক রিয়াজ(বাকৃবি), রুবায়াত তাবাসসুম মিম(শেকৃবি)।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop