এবারের বাজেটে মাছ চাষে বাড়তে পারে আয়কর
মৎস্য
আসন্ন বাজেটে মাছ চাষে বাড়তে পারে আয়কর। তবে আগের মতো মাছ চাষের আয়ের প্রথম ১০ লাখ টাকা করমুক্ত থাকবে। পরের ১০ লাখে ৫ শতাংশ এবং এর পরের ১০ লাখে ১০ শতাংশ কর অপরিবর্তিত থাকতে পারে। তবে ৩০ লাখ বেশি আয়ে ১৫ শতাংশ হারে কর আরোপ হতে পারে।
আসন্ন বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করবেন বলে জানা গেছে।
সূত্র বলছে, মাছ চাষ থেকে আয়ের ওপর কর কম থাকায় অনেক প্রভাবশালী ব্যক্তি তাদের অন্য খাতের আয়কে মৎস্য খাতের আয় হিসাবে দেখান। এতে তাদের আয়কর দিতে হয় কম। কারণ ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার ২৫ শতাংশ।
এনবিআর থেকে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে মাছ চাষের আয়ের প্রথম ১০ লাখ টাকা করমুক্ত থাকবে। পরের ১০ লাখে ৫ শতাংশ এবং পরের ১০ লাখে ১০ শতাংশ কর অপরিবর্তিত থাকতে পারে। ৩০ লাখ টাকার পরে কোনো আয় থাকলে সেখানে ১৫ শতাংশ হারে কর দিতে হবে। সূত্র: জাগো নিউজ।