১২:১০ অপরাহ্ন

রবিবার, ৫ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • কোরবানির পশু সুস্থ ও স্টেরয়েড মুক্ত কিনা বুঝবেন যে ৭ উপায়ে…
ads
প্রকাশ : জুন ১৩, ২০২৪ ৮:৪২ অপরাহ্ন
কোরবানির পশু সুস্থ ও স্টেরয়েড মুক্ত কিনা বুঝবেন যে ৭ উপায়ে…
প্রাণিসম্পদ

ডাঃ খালিদ হোসাইনঃ যিলহজ্ব মাসের ১০ তারিখ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা পালিত হয় । সে অনুযায়ী আর মাত্র ৩ দিন পর আগামী ১৭ জুন পালিত হতে যাচ্ছে  পবিত্র ঈদ-উল-আযহা। ঈদের অন্যতম আনুষ্ঠানিকতা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য পছন্দের পশুকে কোরবানি করা। তাই কোরবানির হাটে যাওয়ার আগে অবশ্যই সুস্থ সবল পশু চিহ্নিত করার উপায়সমূহ জেনে নেওয়া উচিত।

কোরবানির গরু সুস্থ ও রোগমুক্ত কিনা তা চেনার উপায়:

১) কিছু অসাধু ব্যবসায়ী স্টেরয়েড দিয়ে গরু মোটাতাজা করে থাকেন, এসব গরু স্বাস্থ্যবান দেখাবে কিন্তু এরা তেমন চটপটে হবে না। খুব বেশি নড়াচড়া করতে দেখা যাবে না। গরুর শরীরে আঙ্গুল দিয়ে হালকা চাপ দিলে ঢেবে যাবে। কিন্তু সুস্থ গরুর শরীরে আঙ্গুলের চাপ দিয়ে আঙ্গুল সরিয়ে নিলে তাৎক্ষণিকভাবে পূর্বের অবস্থায় ফেরত আসবে।

২) সুস্থ পশুর চোখ উজ্জ্বল, চকচকে ও তুলনামূলক বড় আকৃতির হবে। অবসরে জাবর কাটবে (পান চিবানোর মতো), কান নাড়াবে, লেজ দিয়ে মাছি তাড়াবে। বিরক্ত করলে প্রতিক্রিয়া দেখাবে, সহজেই রেগে যাবে, আশাপাশের পরিবেশে কোন পরিবর্তন দেখলে সে প্রতিক্রিয়া দেখায়।

৩) সুস্থ গরুর নাকের সামনের কালো অংশ (Muzzle) ভেজা থাকবে, অসুস্থ গরুর ক্ষেত্রে শুকনো থাকবে। অসুস্থ গরুর শরীরের তাপমাত্রা বেশি থাকে।

৪) সুস্থ গরুর গোবর স্বাভাবিক থাকে, পাতলা পায়খানা হবে না ।

৫) সুস্থ ও স্বাভাবিক গরুর সামনে খাবার ধরলে জিহ্বা দিয়ে টেনে নিতে চাইবে। অন্যদিকে অসুস্থ পশু দেখে তেমন প্রতিক্রিয়া দেখায় না ।

৬) অসুস্থ গরু ঝিমায়, নিরব থাকে, আশেপাশের কোলাহলে খুব একটা সাড়া দেয় না ।

৭) সুস্থ গরুর লেজ ধরে টেনে পেছনে আনলে সে আবার নিজের আগের পজিশনে চলে যাবে, অসুস্থ গরু আগের জায়গায় যাবে না।

 

আল্লাহপাক আমাদের সবার কুরবানি কবুল করুন৷ আমীন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop