খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর শুভ উদ্বোধন
ক্যাম্পাস
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর শুভ উদ্বোধন এবং এর কার্যক্রম বিষয়ক কর্মশালা ০৭/০৬/২০২৩ তারিখ, রোজ বুধবার মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর, খুলনা এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সারোয়ার আকরাম আজিজ, মাননীয় ট্রেজারার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা; প্রফেসর ড. মো: সারওয়ার জাহান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয় ও সদস্য, কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা এবং ড. দূর্গা রানী সরকার, পরিচালক, এসপিকিউএ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। উক্ত উদ্বোধনী কর্মশালায় সভাপতিত্ব করেন, ড. নৌশিন জাহান, পরিচালক (ভারপ্রাপ্ত), আইকিউএসি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ড. মো: তসলিম হোসেন, সহকারি অধ্যাপক, এনিম্যাল নিউট্রিশন বিভাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা। গীতা পাঠ করেন জনাব বিদুৎ মাতুব্বর, প্রভাষক, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।
স্বাগত বক্তব্য রাখেন জনাব বাছির আহমদ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), আইকিউএসি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা। অনুষ্টানে প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক এবং বিশেষ অতিথিবৃন্দ আইকিউএসি এর প্রতিষ্ঠা, এর কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, মো: আরিফ সাদিক পলাশ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত), আইকিউএসি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।