৮:১১ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • গরুর খামারে ডাকাতি, দায়িত্বে অবহেলায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
ads
প্রকাশ : ডিসেম্বর ৫, ২০২১ ৪:৫৬ অপরাহ্ন
গরুর খামারে ডাকাতি, দায়িত্বে অবহেলায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
পাঁচমিশালি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫ গরু ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে তাদেরকে গোমস্তাপুর থানা থেকে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন–গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান, উপ-পরিদর্শক (ডিএসবি) গাজী নুরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক আমিনুল ইসলাম এবং তিন কনস্টেবল রহিম, বিপ্লব ও শফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শনিবার রাতে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতি হয়। ডাকাতরা খামার মালিক ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে খামার থেকে ১৫টি গরু নিয়ে যায়। অথচ পাবর্তীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকে। খামার মালিকের অভিযোগ, ৯৯৯-এ দুইবার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি। পুলিশের দায়িত্বে কোনও অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই ছয় পুলিশ সদস্যকে গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গরুগুলো উদ্ধারে এবং ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে, এ ঘটনায় গরুর মালিক আশরাফুল ইসলাম গতকাল গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop