গাজীপুরে মাছের মেলায় জামাইদের বাহাদুরি!
মৎস্য
বড় মাছ, বড় বাহাদুরি! মেলা থেকে সবচেয়ে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে বীরত্ব জানান দেন জামাইরা।
শুক্রবার (১৫ জানুয়ারি) পৌষ সংক্রান্তি উপলক্ষে এমনই এক মেলা বসে গাজীপুরে। করোনা পরিস্থিতির মধ্যেও এবার দর্শনার্থীদের পদচারণায় উৎসবে পরিণত হয় মেলা।
সরেজমিনে দেখা যায়, মেলাজুড়ে বড় বড় মাছের সমাহার। পছন্দ আর দামের প্রতিযোগিতায়-এগিয়ে থাকা ক্রেতাই আলোচনার শীর্ষে। সবচে সেরা মাছ কিনে নিয়ে যেতে পারলেই শ্বশুরবাড়িতে বাড়বে বাহাদুরি। সম্পর্ক হবে আরও মধুর।
পৌষ সংক্রান্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল বিলে শুক্রবার দিনব্যাপী চলে এই মেলা। ক্রেতা-বিক্রেতা ছাড়াও দর্শনার্থীদের ভিড়ে মেলা পরিণত হয় উৎসবে।
বাঘাইড়, সারস, বোয়াল, কোরাল, কাতল ও চিতলসহ হরেক রকম মাছের বেচাকেনা চলে মেলায়। বসে শিশুদের খেলনা ও হরেক রকমের মিষ্টির দোকানও।
পরিস্থিতি বিবেচনায়, এবার মেলা সীমিত করা হয়েছে বলে জানান মেলা আয়োজক কমিটির সভাপতি কিশোর আকন্দ।
মেলায় দেড় থেকে দুই কোটি টাকার বেচাকেনা হয়েছে বলে ধারণা আয়োজকদের।