নওগাঁয় আগাম জাতের আলু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন
কৃষি বিভাগ
নওগাঁ জেলার কৃষকরা আগাম আলু চাষ করে বাজারে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন। নওগাঁর বাজারে ইতিমধ্যেই আগাম জাতের নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু ২০০ টাকা করে বিক্রি হচ্ছে।
পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন হাট থেকে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি আলু ১২০ থেকে ১৩০ টাকায় কিনে এনে বাজারে খুচরা ব্যাবসায়ীদের কাছে প্রতি কেজি আলু ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীরা ভোক্তা পর্যায়ে বিক্রি করছেন প্রতি কেজি ২০০ টাকায়। কৃষি বিভাগের হিসেব অনুযায়ী প্রতি হেক্টর জমি থেকে ১২ মেট্রিক টন হিসেবে জেলায় মোট ৪৮ হাজার ৭২০ মেট্রিক টন আলু উৎপাদিত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় কৃষকরা মোট ৪০৬০ হেক্টর জমিতে আগাম আলু চাষ করেছেন।
উপজেলা ভিত্তিক আগাম আলু চাষের জমির পরিমাণ নওগাঁ সদর উপজেলায় ৬৫০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৫ হেক্টর, আত্রাই উপজেলায় ১ হাজার ৮শ হেক্টর, বদলগাছি উপজেলায় ৩৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২২০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ৩৬০ হেক্টর, পোরশা উপজেলায় ৫০ হেক্টর, মান্দা উপজেলায় ২৫০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ১০৫ হেক্টর।
কৃষকরা আগাম জাত হিসেবে লালপাপড়ি, সাদা পাপড়ি, সাইটা এবং ডায়মন্ড জাতের আলু চাষ করেছেন।