নেত্রকোনায় দিনমজুরের ৫ গরু ও ২ ছাগল আগুনে পুড়ে ছাই
প্রাণিসম্পদ
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চন্দনকান্দি গ্রামের এক দিনমজুরের গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু ও দু’টি ছাগল মারা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দিনমজুর মানিক মিয়া (৪৮)।
জানা গেছে, পোগলা ইউনিয়নের চন্দনকান্দি গ্রামের মানিক মিয়া দিনমজুরির পাশাপাশি নিজ বাড়িতে গরু-ছাগল পালতেন। এটিই তার আয়ের মূল উৎস। বৃহস্পতিবার রাত ৮টার দিকে খেয়েদেয়ে তিনি ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের সংস্কার কাজের পাহাড়া দিতে যান।
এদিকে তার স্ত্রী প্রতিদিনের মতো গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ঘরটিতে আগুন ধরে যায়। আর এতে তালাবদ্ধ ঘরে পাঁচটি গরু ও দু’টি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্থ দিনমজুর মানিক মিয়া জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, গরু-ছাগলগুলো ছাড়া মানিক মিয়ার আর কোন সহায়-সম্পদ নেই। তাকে সরকারীভাবে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদস জানানো হয়েছে বলে জানান তিনি।