বরিশালে ডিএই সরেজমিন উইংয়ের পরিচালকের বিদায় সংবর্ধনা
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক একেএম মনিরুল আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ নগরীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে ডিএই’র উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএই বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।
ডিএই পটুয়াখালীর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হৃদয়েশ্বর দত্ত, ডিএই পটুয়াখালীর উপপরিচালক একেএম মহিউদ্দিন, বরগুনার উপপরিচালক মো. আব্দুর রশীদ, বরিশালের উপপরিচালক মো.হারুন-অর-রশীদ, পিরোজপুরের উপপরিচালক ড. নজরুল ইসলাম সিকদার, ঝালকাঠির উপপরিচালক মো. মনিরুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, পটুয়াখালীর উপপরিচালক আব্দুল মান্নান, রাজাপুরের উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজ উল্লাহ বাহাদুর প্রমুখ।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বিদয়ী অতিথির বার্ণঢ্য কর্মজীবনের ভূঁয়শী প্রশংসা করেন। কৃষি বিভাগে তার অবদানের কথা কখনোই ভোলার নয়। তিনি সপ্তম বিসিএস’র একজন সদস্য ছিলেন। ৯ ডিসেম্বর থেকে তার এলপিআর শুরু। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।