বাকৃবিতে সমসাময়িক কৃষি আবহাওয়া বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত
ক্যাম্পাস
দীন মোহাম্মদ দীনুঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষির উপর জলবায়ু ও আবহাওয়ার প্রভাব বিবেচনায় সমসাময়িক কৃষি আবহাওয়া বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ ডিসেম্বর ২০২৩ সকাল ১০ টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এগ্রোমেটিওরোলজি ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট প্রজেক্টের অর্থায়নে সম্মেলনটি আয়োজন করে বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগ । এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর আরিফ হাসান খান রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এটি হতেই থাকবে। এটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সকল সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গ্রাজুয়েটদের দক্ষ ভাবে তৈরি করতে হবে যাতে আধুনিক কৃষি তথা স্মার্ট এগ্রিকালচারিস্ট হিসেবে গড়ে তোলা যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোমেটিওরোলজিক্যাল ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট প্রজেক্টের (এএমআইএসডিপি) প্রকল্প পরিচালক ডা. মো. শাহ কামাল খান ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী। সম্মেলনে গবেষণা পেপার উপস্থাপন করেন বাকৃবির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ কামারুজ্জামান মিলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান মুহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।