বিক্রি হলো ৭ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ
মৎস্য
বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজারে সাত মণ ওজনের একটি স্টিং রে বা ‘শাপলাপাতা’ মাছ বিক্রি হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে নিউ আলামিন ফিসের আড়তদার মোস্তফা আলম প্রতিমণ ১২ হাজার পাঁচশ’ টাকা দরে মাছটি বিক্রি করেন।
পরে মঠবাড়িয়া উপজেলার মৎস্য পাইকারি ব্যবসায়ী কবির হোসেন প্রকাশ্য নিলামে ১৬ জন পাইকারের মধ্যে সর্বচ্চ দরদাতা হিসাবে মাছটি কিনে নেন।
আড়তদার মোস্তফা আলম জানান, তার আড়তের দাদোনভোগী সেলিম মাঝি সাগরে ইলিশের জাল ফেললে ওই জালে দু’টি শাপলাপাতা মাছ ধরা পড়ে। মাছ দুটি ট্রলারে তুলতে না পারায় রশি দিয়ে বেঁধে পানিতে ভাসিয়ে নিয়ে আসেন তারা। পাথরঘাটায় পরে মাছ ঘাটের লেবারদের নিয়ে বিএফডিসি মার্কেটে এগুলো তোলা হয়।
মোস্তফা আলম বলেন, বড় মাছটির আনুমানিক ওজন সাড়ে ৪ মণ ধরে বিক্রি করা হয়। পরে কেটে ওজন করা হলে, বড় মাছটির ওজন হয়েছে ৬ মন ৩৩ কেজি। আর অপর মাছটির ওজন হয়েছে ৭৮ কেজি।