বেড়েছে কাঁচা মরিচের দাম
কৃষি বিভাগ
কাঁচামরিচের সরবরাহে কোনো সংকট নেই। তবু দাম বেড়েছে। সপ্তাহখানেকের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৫০ টাকার মতো।
খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা বলছেন, সরবরাহে ঘাটতি না থাকলেও কোরবানি ঈদের কারণে চাহিদা বেশি ছিল। এ কারণে দাম বেড়েছে। তবে বাড়তি এই দাম বেশি দিন থাকবে না বলে আশা করছেন তাঁরা।
রাজধানীর কারওয়ান বাজার, তেজকুনিপাড়া ও মগবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা, যা কোরবানির ঈদের আগে ছিল ১০০ থেকে ১৩০ টাকা। পাড়া-মহল্লায় দাম আরেকটু বেশি নিচ্ছেন বিক্রেতারা।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা দুলাল আহমেদ বলেন, বাজারে এখন ক্রেতা কম। তবে ঈদে বিয়ে-শাদিসহ নানা অনুষ্ঠান থাকে। সে কারণে মরিচের চাহিদা বেড়েছে। পাইকারি পর্যায়ে কাঁচামরিচের পাল্লায় (৫ কেজি) দাম এক থেকে দেড়শ টাকা পর্যন্ত বেড়েছে। এ কারণে খুচরা ব্যবসায়ীদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এই বেশি দাম বড়জোর তিন-চার দিন থাকতে পারে বলে মনে করেন তিনি।