যেসব কারণে কবুতর রোগে আক্রান্ত হয়
প্রাণিসম্পদ
শখের বসে আবার কেউ বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন করে থাকেন। সঠিকভাবে যত্ন না নিলে কবুতর অনেক সময় রোগে আক্রান্ত হয়ে থাকে। যেসব কারণে কবুতর বেশি রোগে আক্রান্ত হয় সেগুলো আমাদের দেশের অনেকেই জানেন না। কেউ
যেসব কারণে কবুতর বেশি রোগে আক্রান্ত হয়:
কবুতর পালনের ঘর বা খাঁচা ময়লাযুক্ত হলে কবুতরের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কবুতর থাকার স্থান ও খাঁচা সব সময় ময়লা ও জীবাণুমুক্ত রাখতে হবে।কবুতর পালনের ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। তা না হলে কবুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
কবুতর পালনের বাসস্থান শুকনো থাকা জরুরী। থাকার স্থান স্যাঁতস্যাঁতে ভাব থাকলে কবুতর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে।কম জায়গায় বেশি কবুতর রাখলেও রোগে আক্রান্ত সম্ভাবনা থাকে।
অন্য কারো থেকে বা বাজার থেকে কবুতর এণে সরাসরি নিজের কবুতর এর সাথে রাখলে। আক্রান্ত কবুতর দেখে বা ধরে বা হাট থেকে এসে সরাসরি কবুতরের কাছে গেলেও রোগের সম্ভাবনা থাকে।কবুতরের খামারে রোগে আক্রান্ত বুনো কবুতর বা পাখির আগমন ঘটলেও রোগ হয়ে থাকে।