সাপ্তাহিক ছুটির দিনেও বেড়েছে সব ধরনের সবজির দাম
এগ্রিবিজনেস
সাপ্তাহিক ছুটির দিনেও নিত্যপণ্যের বাজার দর চড়া। আলু ছাড়া বেড়েছে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বেশি দামে।
শীত মৌসুম প্রায় শেষ, এরপরও কমছে না শীতের সবজির দাম। শুক্রবার মিরপুর-১,৭,১১ ও কালসির বাজার ধুরে দেখা গেছে খুচরা পর্যায়ে বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা প্রতি পিস, টমেটো ৩০, লাউ ৫০-৮০ টাকা। আর গ্রীষ্মের সবজি ঢেঁরশ, করলা, পটলের দাম একশ টাকার বেশি।
সবজি ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম ১০-১৫ টাকা করে বেড়েছে।
বেড়েছে গরু, মুরগীর মাংসের দামও। চড়া মাছের দামের পাশাপাশি বেড়েছে চাল, ময়দা, গুড়া দুধ, ডিমের দাম।
গরুর গোশত ব্যবসায়ী আনোয়ার জানান, গত সপ্তাহে ৬০০ টাকা কেজি করে গরুর গোশত বিক্রি করছি,আজকে ৬২০ টাকা কেজি।
ব্রয়লার মুরগী ব্যবসায়ী সাইদ জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা দাম বাড়ছে,আজকের রেট ১৬৫-১৭০ টাকা।
চড়া দামে পণ্য কিনে ক্রেতারা বলছেন, সংসার চালানো দ্বায় হয়ে পড়েছে।
চলতি সপ্তাহে বেড়েছে চাল, ময়দা, গুড়া দুধ, ডিমের দামও। তবে কমেছে আদা, রসুনের দাম। আর অপরিবর্তিত পেঁয়াজের দাম।
চড়া মাছের বাজারও। প্রায় অধিকাংশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকার বেশি কেজিতে।