৯:১৩ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • সিভাসুর নতুন ভিসির দায়িত্ব পেলেন সাবেক ছাত্র
ads
প্রকাশ : জানুয়ারী ১, ২০২৩ ৭:০৯ অপরাহ্ন
সিভাসুর নতুন ভিসির দায়িত্ব পেলেন সাবেক ছাত্র
ক্যাম্পাস

যেই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, সেই প্রতিষ্ঠান
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান। রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা: রোখছানা বেগম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে তিনি সিভাসু’র এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

অধ্যাপক ড. এএসএম লুৎফুল আহসান চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন।

চট্টগ্রাম ভেটেরিনারি সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের ছাত্র হিসেবে ২০০৩ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মলিকুলার বায়োলজি বিষয়ে বেলজিয়াম থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করন। ২০১৫ সালে তিনি ইতালির ইউনিভার্সিটি অব মিলান থেকে এনিম্যাল নিউট্রিশন ও ফুড সেফটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নেদারল্যান্ডস থেকে পিজিটি সম্পন্ন করেন।

তিনি ২০০৩ সালে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। উপাচার্য পদে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop