সিলেটের কানাইঘাটে “নিরাপদ ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৩ নং দিঘির পার পূর্ব ইউনিয়নের খুলুর মাটি গ্রাম মাঠে “নিরাপদ ফসল উৎপাদন” প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৩ মার্চ (রোববার) বিকাল ৩ ঘটিকার সময় ২০২১-২২ অর্থ বছরের পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত কৃষক মাঠ স্কুল(এফ এফ এস) মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃআবুল হারিছ এর সঞ্চালনায় এবং প্রবীন সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সুবহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃএমদাদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃনজরুল ইসলাম, আজাদ মিয়া,কৃষক প্রতিনিধি আলি হোসেন,আবুল কালাম, আব্দুল্লাহ এবং উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে সনদপত্র ও সম্মানি ভাতা বিতরণ করা হয়।