সোর্স ট্রেস এবং এগ্রো সল্যুশন‘র সাথে আফতাব ফিড প্রোডাক্টস লি. এর সমঝোতা চুক্তি
পোলট্রি
সোর্স ট্রেস(আমেরিকা ভিত্তিক কৃষি বিষয়ক সমস্যা সমাধানের জন্য এ্যাপ উন্নয়নে বিশ্বখ্যাত আইটি কোম্পানী) আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এর জন্য ডিজিটাল ফিড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপর একটি অত্যাধুনিক এ্যাপস এর উন্নয়ন এবং মাঠ পর্যায়ে মাছ চাষীদের চাষ সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য এগ্রো সল্যুশন একটি কল সার্ভিস সেন্টার চালু করে সেবা প্রদানের নিমিত্তে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ও উক্ত দুটি সংস্থার মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) জনাব এটিএম হাবিবুল্লাহ, অপারেটিভ ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) জনাব নুরুল মোর্শেদ খান এবং সোর্স ট্রেস এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জনাব এ কে এম রেশাদ আলম ও এগ্রো সল্যুশন এর পক্ষে ছিলেন কনসালটেন্ট জনাব অংতুন আইয়ে।
ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় সমঝোতা চুক্তিটি সম্পাদিত হয় এবং প্রকল্পটির সার্বিক কারিগরী সহায়তায় রয়েছেন ওয়ার্ল্ড ফিশ ও মাঠ পর্যায়ে উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছেন আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড।
উক্ত অনুষ্ঠানে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এর পক্ষে আরও উপস্থিত ছিলেন জনাব মো: শহীদ কবির ও জনাব সাকিব রেজওয়ান ।