অগ্নিকাণ্ডে কৃষকের ৩টি গরু ও ৫টি ছাগলের মৃত্যু!
প্রাণিসম্পদ
ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ে তিনটি গরু ও পাঁচটি ছাগল মারা গেছে। কৃষকের চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলা বড়শিমলা গ্রামের কৃষক আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, রাতে শিমলা-রোকনপুর ইউনিয়নের বড়শিমলা গ্রামের কৃষক আব্দুস সাত্তারের বাড়ির গোয়াল ঘরের মধ্যে থাকা বৈদ্যুতিক তারে শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে সেখানে থাকা কিছু কাঠ-খড়িতে ধরে যায়।
তিনি বলেন, “অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে থাকা তিনটি গরু ও পাঁচটি ছাগল জীবন্ত পুড়ে মারা যায়। এতে ওই কৃষকের চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
খবর পেয়ে স্থানীয় শিমলা-রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধুরী ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়ি পরিদর্শন করেছেন বলে জানা যায়।