আকাশে উড়লো অর্ধশতাধিক পাখি
প্রাণ ও প্রকৃতি
সাতক্ষীরার উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক পাখিসহ সরঞ্জাম উদ্ধার করেছে জীববৈচিত্র্য কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলার কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য ও বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ।
অভিযানে শিকার হওয়া সারস, বক, পানকৌড়ি, ডাহুক, ঘুঘু ও শালিকসহ অর্ধশতাধিক পাখি উদ্ধার করা হয়েছে। এসময় পাখি ধরার ফাঁদ ও নানা সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে জীববৈচিত্র্য কর্মকর্তা তন্ময় আচার্য বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। পরে জব্দ করা সরঞ্জাম পুড়িয়ে ফেলা হয়েছে। পরে পাখিগুলো বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।