আখাউড়ায় ৩ গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
প্রাণিসম্পদ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন গরু চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনগণ।
মঙ্গলবার(১ জুন) বিকালে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, সাইফুল ইসলাম, সাইফুল ভূইয়া ও মাহিন। তাদের সবার সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হিরাপুর জমাদ্দার বাড়ি এলাকায় অপরিচিত ৫-৬ জন লোক ঘোরাঘুরি করছে বিষয়টি তাদের নজরে আসে। একপর্যায়ে দুপুর ২টার দিকে ঘাস খাওয়া অবস্থায় একটি গরু তারা টেনে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠানোর চেষ্টা করে। এ সময় গরুর মালিকের ছেলে জাহিদ দেখে দৌঁড়ে তাদের আটকায়।
পরে স্থানীয় জনতা এসে তাদের প্রথমে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে গরুসহ থানায় নিয়ে আসে।
জাহিদ জানান, দুপুরের দিকে আমাদের একটি গরু রাস্তা সংলগ্ন জায়গায় ঘাস খাচ্ছিল। এ সময় ২-৩ জন লোক গরুটি টেনে অটোরিকশায় উঠানোর চেষ্টা করে। পরে দৌড়ে গিয়ে তাদের আটকানো হয়।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন জানান, বেশ কিছুদিন ধরে হিরাপুর এলাকায় হাঁস-মুরগি ও গরু ছাগল চুরির ঘটনা ঘটছে। সংঘবদ্ধ একটি চক্র এ চুরির ঘটনা ঘটাচ্ছে।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, গরুসহ তিনজনকে জনতা আটক করে পুলিশের কাছে সপোর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।