আফতাব বহুমুখী ফার্ম লি. এবং বাংলাদেশ অরগানিক হাবের দ্বিপক্ষীয় চুক্তি
পোলট্রি
আফতাব বহুমুখী ফার্ম লিমিটেড এবং বাংলাদেশ অরগানিক হাবের মধ্যে নিরাপদ স্বাস্থ্যসম্মত পোল্ট্রি পন্য উৎপাদন ও দক্ষ সাপ্লাই চেইন ডেভেলপমেন্টের লক্ষ্যে রোববার (২২ আগস্ট) দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদিত হয়।
আফতাব বহুমুখী ফার্ম লিমিটেডের পক্ষে নুরুল মোরশেদ খান অপারেটিভ ডাইরেক্টর, সেলস এন্ড মার্কেটিং এবং বাংলাদেশ অরগানিক হাবের পক্ষে বাংলাদেশ অরগানিক হাবের সিইও কৃষিবিদ অঞ্জন মজুমদার চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তির উদ্দেশ্য হল, দেশে ভোক্তার জন্য নিরাপদ স্বাস্থ্যসম্মত ব্রয়লার মাংস ও ডিমের একটি দক্ষ উৎপাদন ও বিপনন নেটওয়ার্ক গড়ে তোলা।
আগামী দিনে চুক্তির উভয় পক্ষ চুক্তিবদ্ধ প্রান্তিক উৎপাদনকারীদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে এবং খামারীদের নিরাপদ পোল্ট্রি পন্য উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে পোল্ট্রি ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং খামারীদের উৎপাদিত পন্যের লাভজনক মুল্য প্রাপ্তিতে দক্ষ সাপ্লাই নেটওয়ার্ক গড়ে তুলবে।
চুক্তিকালে আরো উপস্থিত ছিলেন ডা মোহাম্মদ শাকিব রেজওয়ান, ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস ( পোল্ট্রি এন্ড ড়েইরি)।
অবগানিক হাব বর্তমানে যা যা করছে:
১. চুক্তিবদ্ধ উৎপাদনকারীদের নিরাপদ স্বাস্থ্যসম্মত প্রোডাক্টগুলো বাংলাদেশ অরগানিক হাবের সাপ্লাই চেইনের সাথে যুক্ত করছে।
২. যে কোন কৃষি ভিত্তিক আধুনিক উন্নত প্রযুক্তির প্রকল্প স্থাপনের জন্য-
ক) প্রজেক্ট ডিজাইন ( ধারনা পত্র তৈরি, প্রজেক্ট প্রফাইল, লে আউট প্ল্যান, মাস্টার প্ল্যান, প্রকল্প মূল্যায়ন / ফিজিবিলিটি স্টাডি)।
খ) প্রকল্প স্থাপন মনিটরিং,ট্রায়াল প্রোডাকশন এবং দীর্ঘ মেয়াদি প্রকল্প পরিচালনা (আউট সোর্সিং)।
গ) প্রকল্পের জন্য দেশি বিদেশি যন্ত্রপাতি এবং দক্ষ টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, হাইয়ার ম্যানেজমেন্ট কর্মী সোর্সিং করে দিচ্ছে।
গ) এগ্রি ট্যুরিজম সেন্টার স্থাপনা সকল প্রকার সার্ভিস প্রদান করছে।
ঘ) প্রকল্পের জন্য আর্থিক সোর্সিং / বিনিয়োগকারীর সাথে লিংকেজ ডেভেলপ করে দিচ্ছে।