আমরা ক’জন মুজিব সেনা,ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত ফ্রি ডেন্টাল ক্যাম্প শুক্রবার
পাঁচমিশালি
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।। “আমরা ক’জন মুজিব সেনা”, ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত “ফ্রি ডেন্টাল ক্যাম্প” ১৭ জুন ২০২২ শুক্রবার সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত ময়মনসিংহ সদরের বোররচর ইউনিয়নের ‘ইউনিয়ন পরিষদ’ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় “আমরা ক’জন মুজিব সেনা”, ময়মনসিংহ জেলা শাখা তাদের সামাজিক কর্মসূচীর অংশ হিসাবে এ ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালনা করবে।
ডেন্টাল ক্যাম্পেইনের প্রদত্ত সেবাসমূহ :
দাঁত ফেলা, স্থায়ী/অস্থায়ী ফিলিং, স্কেলিং/দাঁত পরিষ্কার, বিনামূল্যে ঔষধ প্রদান, বিনামূল্যে টুথপেস্ট প্রদান, দাঁত ও মুখের ক্যান্সার সনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান
এবং পরবর্তীতে পূর্ণ চিকিৎসায় সাহায্য প্রদান।
পরিচালনায় : Humanity Services Bangladesh
(HSB)।
এই ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য হলো সাধারন জনগণের মাঝে দাঁত ও মুখের যত্নে সচেতনতা সৃষ্টি করা এবং দাঁতের যত্নে ডেন্টাল চেক-আপের বিষয়টি অবহতি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থপিত থাকবেন এ.কে.এম. আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক সভা পরিচালনা, আমরা ক’জন মুজিব সেনা, জাতীয় পরিচালনা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থপিত থাকবেন সাইদ আহমেদ বাবু, সভাপতি, আমরা ক’জন মুজিব সেনা, জাতীয় পরিচালনা পরিষদ। সৈয়দ আবু তোহা, সাধারণ সম্পাদক, আমরা ক’জন মুজিব সেনা, জাতীয় পরিচালনা পরিষদ। আশরাফুল আলম সাব্বির,চেয়ারম্যান, ৩ নং বোররচর ইউনিয়ন পরিষদ, বোররচর, সদর, ময়মনসিংহ।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরীফ জাহাঙ্গীর, সভাপতি, আমরা ক’জন মুজিব সেনা, ময়মনসিংহ জেলা শাখা এবং অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মোঃ কাজী নূরে নবী শিপলু, সাধারণ সম্পাদক, আমরা ক’জন মুজিব সেনা, ময়মনসিংহ জেলা শাখা।