উদ্ধারকৃত মেছো বিড়ালটি এখন লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে
প্রাণ ও প্রকৃতি
মৌলভীবাজারের আখাইলকুরা ইউনিয়নের জগতপুর এলাকা থেকে খাঁচায় বন্দি অবস্থায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়। স্ট্যান্ড ফর আওয়ার ইনডেঞ্জেরাড ওয়াইল্ড লাইফ (সিউ) নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় মেছো বিড়াল উদ্ধার করে বন বিভাগ। বর্তমানে বিড়ালটি লাউয়াছড়ার জানকিছড়ার ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারে আছে।
সিউ’র সদস্য সোহেল শ্যাম জানান, ঢাকা থেকে ফোনে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট এর দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগের সহযোগিতায় মৌলভীবাজার ৫ নং আখাইলকুরা ইউনিয়নের জগতপুর এলাকা হতে ফাঁদ পেতে ধরা খাঁচায় বন্দী অবস্থায় মেছো বিড়ালটি (FISHING CAT) উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশ নেন- সনজয় রায় রাজু, মৌলভীবাজার সদরের রেঞ্জ কর্মকর্তা গোলাম সরোয়ার প্রমূখ।
বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, বর্তমানে মেছো বিড়ালটি আমাদের কাছে পর্যবেক্ষণে আছে। সুস্থ মনে হলে দ্রুত অবমুক্ত করে দেওয়া হবে।