একটি মাছ ধরে ৮ লাখ টাকার পুরস্কার জিতল চট্টগ্রামের যুবক
মৎস্য
চট্টগ্রামের পাহাড়তলীতে ১২ কেজির একটি কাতাল মাছ শিকার করে ৮ লাখ টাকা পুরস্কার জিতলেন আশরাফ নামে এক যুবক। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
শনিবার (২২ অক্টোবর) পাহাড়তলীর ভেলুয়ার দীঘিতে ‘সৌখিন মাছ শিকারি’ নামে আয়োজন করা এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
৮ লাখ টাকা পুরস্কার পাওয়া আশরাফ উল্লাহ বলেন, মাছ শিকার করা আমার শখ। তবে সেই সখের বিষয়টি যে এভাবে প্রাপ্তি এনে দিবে ভাবিনি। আমি এবং আমার পরিবারের সবাই এতে খুব খুশি।
ভেলুয়ার দীঘির ইজারাদার আব্দুল মান্নান খোকনের আয়োজনে ১১২ সিটে চলছে এই মাছ ধরার প্রতিযোগিতা। পূর্বকোণকে তিনি বলেন, প্রতিযোগিতায় চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্নস্থান লোকজন এখানে অংশ নিচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতি শুক্রবার হবে এই আয়োজন।
তিনি আরও বলেন, মৎস্য চাষ ও মৎস্য শিকারের জন্য ২০২১ সালে দরপত্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে থেকে এই দীঘি ইজারা নিয়েছে।
মাছ শিকার করতে আসা ইমতিয়াজ বলেন, হাটহাজারী থেকে মাছ শিকার করতে এখানে এসেছি। প্রতি বছরই আমি এখানে আসি।
রহিম উদ্দিন নামে একব্যক্তি বলেন, বিকেল সময়টা আমার খুবই বেকার অবস্থায় কাটে। তাই এই সময়ে এখানে আসলে ভালো লাগে।