খাবারের সন্ধানে লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান
প্রাণ ও প্রকৃতি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় হঠাৎ দেখা মিলেছে বিরল প্রজাতির একটি দলছুট মুখপোড়া হনুমানের। খাবারের সন্ধানে হন্যে হয়ে ছুটছে বাসা-বাড়ি, দোকানপাট ও হাট-বাজারে। এই বন্য প্রাণীকে অনেকেই দিচ্ছেন সাধ্যমতো খাবার কিনে।
সোমবার দুপুরে উপজেলার কলোনি বাজার এলাকায় মুখপোড়া হনুমানটি দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন হনুমানটিকে সিঙ্গারা, রুটি, বিস্কুট দিলে তা সাদরে গ্রহণ করে খেতে শুরু করে।
জানা যায়, বেশকিছু দিন থেকেই জেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে নিজের স্থান পরিবর্তন করছে সে।
স্থানীয় বাসিন্দা বাইজিদ জানান, গত দুই দিন ধরে উপজেলার কলোনি বাজারে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি। শুনেছি যশোর থেকে আসা ফল বা সবজির ট্রাকে এসেছে প্রাণীটি।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে এ এলাকায় চলে এসেছে। এরা সারা দেশজুড়ে বিচরণ করে। হয়তো যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। তবে প্রাণীটিকে বিরক্ত না করার আহবান জানান তিনি।