গম চাষে ঝুঁকছেন মাদারীপুরের কৃষকরা!
কৃষি বিভাগ
মাদারীপুরে জনপ্রিয়তা পাচ্ছে গম চাষ। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে বেষ্টিত জেলার শিবচর এলাকার কৃষকরা গম চাষ করছেন। এখানকার আবহাওয়া অনুকূলে থাকে বলে ফলন বেশি হয়। পাশাপাশি গমের বর্তমান বাজারদর ভালো থাকায় কৃষকরা গম চাষে বেশি আগ্রহী হচ্ছেন।
জানা যায়, সাধারনত শীতের মৌসুমে কৃষকরা সরিষা, কালাই চাষ করলেও শিবচরের সন্যাসীরচর, বন্দোরখোলা, কুতুপুবপুর, বহেরাতলা, নিলখীসহ বেশ কয়েকটি ইউনিয়নের কৃষকরা গম চাষ করছেন। বর্তমানে গমের বেশ চাহিদা রয়েছেন। পাশাপাশি গমের বাজারদর ভালো থাকায় কৃষকরা গম চাষে বেশি ঝুঁকছেন। কৃষকরা আশা করছেন গম চাষে লাভবান হতে পারবেন।
শিবচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে, চলতি মৌসুমে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবছর বেশি জমিতে আবাদ করা হয়েছে। গম চাষে খরচ কম এবং ফলন বেশি হওয়ায় কৃষকরা লাভবান হবেন বলে জানা যায়।
অন্যান্য কৃষকরা জানায়, আগের তুলনায় এখন বোরো ধান চাষে খরচ বেড়েছে। তাই এবছর অনেক কৃষক আর ধান চাষ করেননি। কৃষকদের জমিতে গমের ভালো ফলন হয়েছে। তাছাড়া গমের বর্তমান বাজারদর ভালো থাকায় গম চাষে ঝুঁকেছেন। অনেকে আগামীতে আরো বেশি জমিতে গমের চাষ করবেন বলে জানিয়েছেন।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবছর গমের আবাদ বেড়েছে। গম চাষের লক্ষ্যমাত্র যা ধরা হয়েছিল তা ছাড়িয়ে গেছে। দিন দিন কৃষকরা গম চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছেন। আশা করছি কৃষকরা গমের বাম্পার ফলন পাবেন ও বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন।