৯:২৫ পূর্বাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে শাফিনুল-লাবিব
ads
প্রকাশ : এপ্রিল ১৫, ২০২২ ১২:৫৯ অপরাহ্ন
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে শাফিনুল-লাবিব
ক্যাম্পাস

নাজমুল হাসান, গবি প্রতিনিধিঃ গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (জিভিএসএ) ২০২২-২৩ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ শাফিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তাছমীর রাইয়ান লাবিব দায়িত্ব পেয়েছেন।

মোঃ শাফিনুল ইসলাম চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মোঃ তাছমীর রাইয়ান লাবিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সম্প্রতি, জিভিএসএ দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক ডা. আমির হাসনাত হাসিব, প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোহাইমিনুল হক পদ্ম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইন্টার্ন চিকিৎসক মোস্তাফিজুর রহমান।

এসময় যুক্ত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ হাবীবুর রহমান মোল্লা, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার গোপাল চন্দ্র বিশ্বাস, বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের মহাসচিব সাইফুল বাশার, বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন এর সভাপতি ইমতিয়াজ আবির ও বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশন এর সাধারণ সম্পাদক রতন রহমান।

উপদেষ্টা হিসেবে জন্মসূত্রে গাজীপুর জেলায় স্থায়ী বাসিন্দা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক এবং প্রভাষকরা অনুষ্ঠানে যুক্ত হয়ে সংগঠনের উত্তরোত্তর শুভকামনা জানিয়ে বক্তব্য দেন।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মাহমুদুল হাসান সাকিব (বাকৃবি), অপূর্ব তরফদার (হাবিপ্রবি), জুখার দুদায়েভ(বশেমুরকৃবি), মোঃআরিফ হোসাইন (পবিপ্রবি), হাসানুল হক ইমন(বশেমুরকৃবি), ইসরাত জাহান সাদিয়া(জেজেভিসি),

যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল জামান(গবি), হাবিবুর রহমান(শেকৃবি), তোফায়েল আহম্মেদ(বশেমুরবিপ্রবি), মিলন মিয়া (সিভাসু), এহসানুল হক রিমন (বশেমুরকৃবি),

সাংগঠনিক সম্পাদক এস,এম আওয়াবুল্লাহ ইব্রাহিম (শেকৃবি) , শেখ আঞ্জুমান আরা কেয়া (শেকৃবি) , সাব্বির হোসাইন সানি (গবি), মেহেদি হাসান(গবি), হাসিবুল হাসান নাঈম(শেকৃবি),এ,কে,এম তৌসিফুর রহমান (গবি),

দপ্তর সম্পাদক আফসান সারোয়ার(বাকৃবি), উপ দপ্তর সম্পাদক সাজিদ হাসান তানিম(সিকৃবি), জাহিদুল ইসলাম ঢালী(গবি),

কোষাধ্যক্ষ আরেফিন শুভ(গবি), প্রচার সম্পাদক শামিয়া খান লিসা(শেকৃবি), উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান সৌরভ(সিকৃবি), সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপু চন্দ্র দাস(বশেমুরকৃবি), উপ সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসিফ হাসান কাফি(হাবিপ্রবি) ,

গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন শাকিল (পবিপ্রবি), উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন(শেকৃবি), পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক আনাস বিন হারুন (বশেমুরকৃবি), উপ পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদমান সাকিব (জেজেভিসি),

ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার(শেকৃবি) , উপ ছাত্রী বিষয়ক সম্পাদক তামান্না ইসলাম মাহী(হাবিপ্রবি) , তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ আল মামুন(গবি),উপ তথ্য ও যোগাযোগ বিষয়ক রাশেদুজ্জামান নাইম (বশেমুরকৃবি),

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হাবিব (বশেমুরকৃবি), উপ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ উদয়( বাকৃবি), ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিক মাহমুদ মুক্তা (বাকৃবি) উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক সাফি বিন আমজাদ (বশেমুরকৃবি),

আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইমুন হাসান নাহিক ( বাকৃবি), উপ আইন বিষয়ক সম্পাদক হোসেন আরা হাসি(বশেমুরকৃবি) , সহ সম্পাদক সামিয়া বিনতে কাশেম (শেকৃবি) , রিফাত ইসলাম (সিকৃবি), মেহেদী হাসান প্রান্ত(রাবি), কার্যকরী সদস্য শিরিন সুলতানা(বশেমুরকৃবি) , ইসরাত ইপ্তি(গবি), রবিউল হাসান আসিফ (গবি)।।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop