গোপালগঞ্জে বল সুন্দরী কুলের বাম্পার ফলন
এগ্রিবিজনেস
কাশ্মিরি বা বল সুন্দরী কুলের বাম্পার ফলনে খুশি গোপালগঞ্জের চাষীরা। আবহাওয়া অনুকূল থাকায় হাইব্রিড জাতের এই কুলের বাম্পার ফলন হয়েছে। দিনদিন চাষীরা কাশ্মিরী কুল চাষের দিকে বেশি ঝুঁকছে।
গোপালগঞ্জে আগে আপেল কুল ও বাউ কুলের চাষ হলেও এখন নতুন জাত কাশ্মীরি বা বল সুন্দরী কুলের খামার বাড়ছে। জেলার ৫ টি উপজেলায় বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে হাইব্রিড জাতের এই কুল।
সেখানে চলতি মৌসুমে এক হাজার ৬ শত ৮০ হেক্টর জমিতে কাশ্মিরী কুলের আবাদ হয়েছে। বছরে তিনবার ফলন পাওয়া যায় । আর পরিচর্যাও সহজ।
কাশ্মিরী কুল আকারে বড়, খেতেও সুস্বাদু। লাভ ভালো হওয়ায় জেলার বেকার যুবকরা আগ্রহী হয়ে উঠছে এই কুল চাষে ।
জেলা কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার রায় জানালেন , কাশ্মিরী কুল পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দারিদ্র বিমোচনেও ভূমিকা রাখবে।
তিনি জানালেন , আগামীতে গোপালগঞ্জে কাশ্মিরী কুলের আবাদ আরো বাড়বে।