চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজ-পরীর কোল জুড়ে এলো ৪ সন্তান
প্রাণ ও প্রকৃতি
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর ঘরে আবারও এসেছে নতুন অতিথি। এবার ৪টি সাদা রঙের শাবকের জন্ম দিয়েছে পরী। ২০১৬ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনার পর দ্বিতীয় বারের মতো শাবক জন্ম দিলো রাজ-পরী।
এবারের শাবকগুলো সাদা হলেও, এগুলোর বাবা-মা সাদা রঙের নয়। এর আগেরবার এ দম্পতির ঘরে জন্ম নেওয়া শাবকগুলোর মধ্যে একটি সাদা ছিল।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, মা ও শাবকগুলোকে আপাতত আলাদা কক্ষে রাখা হয়েছে। ‘শাবক ও মা বাঘকে নিবিড় যত্ন দেওয়া হবে এবং কিছু সময়ের জন্য দর্শকদের দৃষ্টির বাইরে রাখা হবে। আমরা বাঘগুলোর স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করব’, যোগ করেন তিনি।
শাবক ৪টি পুরুষ নাকি নারী তা এখনও নিশ্চিত করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এটি জানতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। জানার পর শাবকগুলোর নামকরণ করা হবে।’
৪ শাবকের জন্মের ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে ১৬টি হয়েছে। শাবকগুলোর কারণে চিড়িয়াখানার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আরও বেশি দর্শনার্থী আকৃষ্ট হবেন বলে আশা করছেন চিড়িয়াখানার কর্মকর্তারা।