চট্টগ্রাম চিড়িয়াখানায় ৫টি বাঘ শাবকের জন্ম, বেঁচে আছে ৩টি
প্রাণ ও প্রকৃতি
চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঁচটি বাঘ শাবকের জন্ম হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বাঘিনী পরীর ঘরে জন্ম নেয় শাবক তিনটি। পরের দিন শুক্রবার আরেক বাঘিনী জয়া জন্ম দিয়েছে আরো দুইটি শাবক। তবে এখন তিনটি শাবক বেঁচে আছে।
গত সোমবার চিড়িয়াখানাটির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০১৬ সালের নভেম্বর মাসে সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছিলো রয়েল বেঙ্গল টাইগার জাতের বাঘ রাজ ও বাঘিনী পরীকে। ৬ মে জন্ম নেওয়া পরীর ৩টি শাবক ভালো আছে। মায়ের দুধও খাচ্ছে। মা-ও এদের আদর-যত্ন নিচ্ছে।
তবে জয়ার গর্ভে জন্ম নেওয়া শাবক (বাঘিনী) দুটি মারা গেছে। মা বাঘিনী দুধ না খাওয়ানোয় ৯ মে দুটি বাচ্চাই মারা যায়।
এর আগে, গত বছরের ১৪ই নভেম্বর জয়া তিনটি বাঘ শাবকের জন্ম দিয়েছিলো। তবে প্রসবের একদিন পর তিন শাবককে হঠাৎ করেই বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেয় সে। ফলে একটি শাবক পরের দিন মারা যায়। ৩ দিনের মাথায় মারা যায় আরেকটি। অপরটিকে মায়ের থেকে আলাদা করে আদর যতেœ বড় করা হয়। তার নাম রাখা হয় জো বাইডেন। যেটিকে গতমাসে চিড়িয়াখানার খাঁচায় ফেরানো হয়েছে।
ডা. শাহাদাত হোসেন জানান, বাঘগুলোর চলাফেরা, আচার আচরণ দেখে প্রসবের ২০ দিন আগে অন্য বাঘ থেকে আলাদা করা হয়। ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্মানো বাঘ বেশি বাঁচে। চট্টগ্রাম চিড়িয়াখানায় সদ্য জন্ম নেওয়া ৩ শাবকসহ মোট ৯টি বাঘ রয়েছে।