ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ সেই নারীর মৃত্যু
প্রাণিসম্পদ
চট্টগ্রামের রাউজানে ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ হওয়া জোসনা আরা বেগম তোতা (৫৫) নামে সেই নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
নিহত জোসনা আরা বেগম ওই এলাকার ফজল কাদেরের স্ত্রী। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাউজান ফায়ার সার্ভিসের পেছনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি দগ্ধ হন।
জানা যায়, ছাগলকে তাপ দেওয়ার জন্য হাড়িতে করে কয়লা রাখেন। কয়লার হাড়িটি ছাগল ফেলে দিলে সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ছাগল বাঁচাতে ছুটে যান জোসনা আরা বেগম। সে সময় তার শাড়িতে আগুন ধরে তিনি দগ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।