১০:০৮ পূর্বাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • জুলাইয়ে বাজারে আসছে রংপুরের হাড়িভাঙ্গা আম
ads
প্রকাশ : মে ২৫, ২০২২ ১:১৮ অপরাহ্ন
জুলাইয়ে বাজারে আসছে রংপুরের হাড়িভাঙ্গা আম
এগ্রিবিজনেস

রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম বাগানগুলোতে ডালে ডালে শোভা পাচ্ছে হাঁড়িভাঙা আম। পোক্ত হতে সময় লাগবে আরও মাস খানেকের বেশি। তাই জুলাই মাসে বাজারে আসছে হাঁড়িভাঙা। দু’বছর করোনার কারণে লোকসানের মুখে পড়েন বাগান মালিকরা। এরপর প্রতিকূল আবহাওয়ার কারণে এবার ফলনও কিছুটা কম হয়েছে। জুনের মাঝামাঝি বাজারে এলেও ভালো লাভের আশায় জুলাইয়ে বাজারে আনতে এবার হিমাগারে সংরক্ষণের পরিকল্পনা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

গাছে থাকা আম নীরোগ রাখতে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানিরা। সুস্বাদু ও আঁশবিহীন হাঁড়িভাঙা আম কিনতে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের আনাগোনায় বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকার নির্ধারিত সময়ের আগে হাঁড়িভাঙা আম বাজারজাত বন্ধে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতনরা।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি বছর ১ হাজার ৮৮৭ হেক্টর জমির বাগানে ৩০ হাজার মেট্রিক টন হাঁড়িভাঙা আম উৎপাদনের আশা করছে।

রংপুরের মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান ঘুরে দেখা যায়, গাছে গাছে ঝুলছে প্রায় অপরিপক্ক আম। তবে এবার আমের ফলন তুলনামূলক কম। এ বছর কয়েক দফায় ঝড়ের কবলে পড়েছে আমবাগানগুলো। এতে গুটি থেকে যেমন অনেক আম পড়েছে, আবার শিলাবৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানগুলো। টিকে থাকা আম বাজারজাতে তাই বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

মালিক ও ব্যবসায়ীরা বলছেন, হাড়িভাঙা আম অনেক দিন সংরক্ষণ করা যায়। এতে করে শেষের দিকে বাজারে আনলে দাম ওঠে ভালো।

হাড়িভাঙ্গা আম এবার রফতানির উদ্যোগ নিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদফতর। তৎপর কৃষি বিভাগও।

কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক আনোয়ারুল হক বলেন, হাড়িভাঙা আম রফতানির লক্ষ্যে আমরা খামার বাড়িতে রফতানিকারদের সঙ্গে আলোচনা করেছি। এ ছাড়া ঢাকার আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ আছে আমাদের। সম্প্রতি আমরা একটি মতবিনিময় সভা করেছি। সেখানে কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা তাৎক্ষণিক সমাধান দেয়ার চেষ্টা করেছি।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন, গত বছরের তুলনায় ফলন কম হলেও গাছে সন্তোষজনক আম রয়েছে। এমন অবস্থায় আমরা আশা করছি, চলতি মৌসুমে হাঁড়িভাঙা আম লাভের মুখ দেখবে।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop