জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেলস কনফারেন্স-২০২২ অনুষ্ঠিত
পোলট্রি
জমকালো আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গত ১৪-১৫ ডিসেম্বর কক্সবাজারের একটি তারকা হোটেলে জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স-২০২২, অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে কোম্পানীর রিজিওনাল সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্কেটিং অফিসার এবং প্রধান কার্যালয়ের কর্মকতাসহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
কনফারেন্সে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউল হাসান উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কোম্পানির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদনকৃত ২৯ টি ফার্মা পণ্য ও ২৭ টি নিউট্রিসিউটিক্যালস পণ্য নিজস্ব কারখানায় উৎপাদিত হচ্ছে।
এছাড়া সময়োপযোগী ও অত্যাবশ্যকীয় আরও ২২ টি পণ্য বিশ্বের নামীদামী প্রতিষ্ঠান থেকে আমদানি করা হচ্ছে। নিজস্ব কারখানায় উৎপাদিত ও আমদানিকৃত পণ্য অত্যন্ত সুনামের সহিত বাজারজাত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বাংলাদেশের পশুপাখির ব্যতিক্রমী রোগব্যাধিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের সময়োপযোগী ও গবেষণাকৃত পণ্য উৎপাদিত ও আমদানি করে খামারিদের সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেন।
কনফারেন্সে ২০২২ সালের কোম্পানির সার্বিক সাফল্য এবং ২০২৩ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন কোম্পানীর জেনারেল ম্যানেজার ডা: এম.এ ইব্রাহিম খলিল। তিনি সঠিক বিক্রয় তদারকির মাধ্যমে যথাযথ জায়গায় পণ্য বিপণন, কাস্টমারকে সেবা প্রদান ও বিক্রয় নেটওয়ার্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে আগামী বছরগুলোতে কিভাবে প্রবৃদ্ধি অর্জন করে এনিমেল হেল্থ সেক্টরে নিজেদের অবস্থান আরও বেশি সুদৃঢ় করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। অত:পর তিনি সবাইকে ২০২৩ সালের বাজেটের ওপর মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্ল্যান্ট ম্যানেজার রতন চন্দ্র সাহা, সিনিয়র ম্যানেজার তৌহিদুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার, এরিয়া ম্যানেজার সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্ধ। পরিশেষে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের স্বীকৃতি স্বরূপ পারফরম্যান্স পুরস্কার বিতরণ করাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে।