ঝিনাইদহে কৃষি সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কৃষি বিভাগ
নিজস্ব প্রতিবেদক: জেলা পর্যায়ে কৃষি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দেশের একমাত্র সংগঠন ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ঈদ পুনর্মিলনী ঝিনাইদহ জেলা শহরে আয়োজিত হয়েছে। আজ বৃহস্পতিবার , ২০ জুন শহরের এইড কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিবিদরা। এবছর নবীন শিক্ষার্থীদের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে নবীনবরণের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশের শুরু হয় শিক্ষার্থী রহমাতুল্লাহ সজীবের পবিত্র কুরআন তিলাওয়াত ও শিক্ষার্থী প্রকাশ সরকারের গীতা পাঠের মাধ্যমে। অতিথিদের আসন গ্রহণের পর তাদের ক্রেস্ট দিয়ে শিক্ষার্থীরা বরন করে নেন। এরপর একে একে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মিলনমেলায় আসার অনুভূতি প্রকাশ করতে থাকেন। বিশেষ করে নবীন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের শুরুতে এমন চমকপ্রদ অনুষ্ঠানে অংশ নিতে পেরে অনুপ্রাণিত হবার অনুভূতি উপস্থিতিদের মাঝে প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে প্রথমে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা নূর-ই-কুতুবুল আলম। তিনি সংগঠনের শুরুতে নানান প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাওয়ার ঘটনা সংক্ষেপে বর্ণনা দেন। নবীন শিক্ষার্থীরা এসোসিয়েশনকে আরো এগিয়ে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া বক্তব্য রাখেন ঢাকাস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক আহবায়ক শ.ম. মেহেদী আলম তম। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা (মেহেরপুর সদর, মেহেরপুর) মোঃ মনিরুজ্জামান উপস্থিত শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এরপর সংক্ষেপে বক্তব্য প্রদান করেন গোল্ডেন এগ্রোভেট লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হাসান। সবশেষে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ) মোঃ মোশাররফ হোসেন। শিক্ষার্থীরা যেন নিজেকে ডাক্তার/ইঞ্জিনিয়ার হিসেবে জায়গা না করার হতাশায় যেন না পুড়ে এ ব্যাপারে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন। দেশের কৃষি খাত থেকে অন্যান্য খাতে কৃষিবিদদের অবারিত সুযোগের কথা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. জিলহাস আহম্মেদ জুয়েল (সহযোগী অধ্যাপক, কৃষি বিভাগ, বশেমুরবিপ্রবি)। গবেষণা খাতে দেশে ও বিদেশে নানান সুযোগের ব্যাপারে বিস্তর ধারণা তিনি শিক্ষার্থীদের দেবার চেষ্টা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ইমরানুজ্জামান হৃদয় (সভাপতি, ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন) এবং সঞ্চালনা করেন মোঃ সাইদুর রহমান (সাধারণ সম্পাদক, ঝিনাইদহ এগ্রিকালচারাল স্টুডেন্টস এসোসিয়েশন)।
মধ্যাহ্নভোজ শেষে ফটোসেশনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের জন্য দেয়ালিকা ও বছর জুড়ে কার্যক্রমের প্রদর্শনীর আয়োজন করা হয়। দেয়ালিকায় শিক্ষার্থীরা এসোসিয়েশন নিয়ে তাদের মনের কথা দেয়ালিকায় লিপিবদ্ধ করেন। সবশেষে উৎসবমুখর পরিবেশে র্যাফেল ড্র হবার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।