ডিজিটাল হাট উদ্বোধন করে গরু কিনলেন মন্ত্রী
প্রাণিসম্পদ
কোরবানির পশুর ডিজিটাল হাট থেকে প্রথম ক্রেতা হিসেবে গরু কিনেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দ্বিতীয়বারের মতো এই হাট থেকে তিনি গরু কিনলেন।
রবিবার (৪ জুলাই) ভার্চুয়াল এক সভার মাধ্যমে কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন করার পরই তিনি এ হাট থেকে গরু কেনেন।
কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ সময় অনলাইন থেকে মন্ত্রীকে গরু কিনতে টেকনিক্যাল বিষয়ে সহযোগিতা করেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আজ ডিএনসিসির এই ডিজিটাল হাটের উদ্বোধন ঘোষণার পর সবাইকে ডিজিটাল হাট থেকে গরু কিনতে উদ্বুদ্ধ করতে আমি এই গরু কিনলাম।’
নারায়ণগঞ্জ থেকে বিক্রি হওয়া এই গরুটি মন্ত্রী তাজুল ইসলাম কিনেছেন তার দাম এক লাখ ৪৮ হাজার ৭৫০ টাকা। ওজন ৩৫০ কেজি।