ড.আবুল মনসুরের “ফিশারিজ স্টাডি পার্ট ৪“ বইয়ের মোড়ক উন্মোচন
ক্যাম্পাস
মো. শাহীন সরদার: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর মিল্লাাতের লেখা ‘ফিশারিজ স্টাডি পার্ট ৪’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বইটি মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ড. মো. আবুল মনসুর মিল্লাাতের লেখা ‘ফিশারিজ স্টাডি’ সিরিজের চতুর্থ বই।
মৎস্যবিজ্ঞান বিষয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ছয়টি। এছাড়া তাঁর আন্তর্জাতিক র্জানালে ৬৯টি প্রকাশনা রয়েছে।
বইটি সম্পর্কে আবুল মনসুর মিল্লাত বলেন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি সেই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে বইগুলো স্বীকৃত হওয়ায় গর্ববোধ করছি। আশা করছি বইগুলো শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানার্জনে ভূমিকা রাখবে।