দেড় হাজার টাকা কেজি ধরে বিক্রি হলো ২৬কেজি ওজনের পাঙ্গাস !
মৎস্য
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ধরা পড়লো ২৬ কেজি ওজনের পাঙ্গাশ মাছ। এক হাজার ৪৪৫ টাকা কেজি ধরে মাছটির দাম হয় ৩৭ হাজার ৭০০ টাকা।
মঙ্গলবার (২৭ জুলাই) মধ্যরাতে জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে। তার বাড়ি মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকায়।বুধবার সকালে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৪৫০ টাকা দরে বিক্রি করা হয়।
মাছটির দাম হয় ৩৭ হাজার ৭০০ টাকা। পরে দৌলতদিয়া ফেরিগাটের মৎস্য ব্যবসায়ী মো. লালচাঁদ খান, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খান যৌথভাবেকিনে নেন।
ব্যবসায়ী লালচাঁদ খান জানার, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশ চড়া। মাছটি তারা ঢাকার এক ব্যবসায়ীর কাছে দেড় হাজার টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির সুস্বাদু মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলেরা বেশ খুশি।