নানা আয়োজনে সিকৃবিতে নারী দিবস পালিত
ক্যাম্পাস
অর্ঘ্য চন্দ,সিকৃবি প্রতিনিধি :নানা আয়োজনের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।এবারের নারী দিবসের শ্লোগান হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’
এই উপলক্ষে আজ ৮ মার্চ মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের লেকসাইড থেকে শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারীদের উপস্থিতিতে একটি কেক কাটা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, নারী সহকর্মীদের সামনে রেখে শোভাযাত্রাটির নেতৃত্ব দিয়েছেন ভাইস-চ্যান্সেলর বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর প্রফেসর ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, নব নির্বাচিত দুই সিন্ডিকেট সদস্য প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া ও প্রফেসর ড. এ এফ এম সাইফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ।
এতে বক্তারা বলেন, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমেই প্রকৃত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।