নির্বাচনী বিরোধে গরুর প্রতি নৃশংস আচরণ!
পাঁচমিশালি
পটুয়াখালীর কলাপাড়ায় মনিরুল ইসলাম নামের এক কৃষকের একটি জীবন্ত গরুর চার পা এবং মাথা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় গরুর বাকি অংশ বিলের মধ্যে ফেলে রেখে যায় তারা।
শনিবার (৮ জানুয়ারি) রাত একটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, চতুর্থধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধের জেরে এ কাণ্ড ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক ইউপি নির্বাচনে যে প্রার্থীর সমর্থক ছিলেন তিনি পরাজিত হন। নির্বাচনে অন্য প্রার্থী জয়ী হওয়ার পর প্রতিপক্ষরা তাকে বেশ কয়েকবার হুমকি ধামকি দিয়েছে। শনিবার রাতে তিনি বাড়িতে একা থাকার সুযোগে বেশ কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ঘর থেকে বের হতে বলেন। পরে তিনি ঘর থেকে বের না হলে গোয়াল থেকে গরু নিয়ে নির্মমভাবে হত্যা করে।
কৃষক মনিরুল ইসলাম জানান, রাতে আমি ঘর থেকে বের হলে আমাকেই মনে হয় এভাবে ওরা হত্যা করতো।
টিয়াখালী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সুজন মোল্লা জানান, আমি এক সপ্তাহ ধরে ঢাকায় রয়েছি। যে এই অবলা প্রাণি হত্যা করেছে তাকে বের করে আইনের আওতায় আনার অনুরোধ করছি।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।