পরিচালক,সরেজমিন উইং মহোদয়ের আরডিএডিপির ভার্মি কম্পোস্ট পরিদর্শন
কৃষি বিভাগ
সিরাজগঞ্জ সদর উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভার্মি কম্পোস্ট প্রদর্শনী পরিদর্শন করেন কৃষিবিদ এ কে এম মনিরুল আলম,পরিচালক,সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,ঢাকা।
শনিবার (২অক্টোবর) সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে স্থাপিত ভার্মি কম্পোষ্ট প্রদর্শনী পরিদর্শন করেন।
তিনি ভার্মি কম্পোষ্ট প্রদর্শনীর সফল বাস্তবায়ন দেখে সন্তুষ্ঠি প্রকাশ করেন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায ভার্মি কম্পোষ্ট উৎপাদন উপজেলায় কৃষকের মাঝে সম্প্রসারণের আহবান জানান।
বাগানটি পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ ইউসুফ রানা মন্ডল, অতিরিক্ত পরিচালক, ডিএই, বগুড়া অঞ্চল, বগুড়া,কৃষিবিদ মোঃ আবু হানিফ, উপ পরিচালক, ডিএই, সিরাজগঞ্জ , কৃষিবিদ জনাব মোঃ রোস্তম আলী,উপজেলা কৃষি কর্মকর্তা,সিরাজগঞ্জ সদর।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান মাটির স্বাস্থ্য রক্ষা ও জৈব সারের ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ সদর উপজেলায় অত্র প্রকল্পের আওতায় ৪ টি ভার্মি কম্পোষ্ট প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং সফলভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ হচ্ছে।