পরিযায়ী পাখিতে মুখরিত শ্রীমঙ্গলের রাজঘাট লেক
প্রাণ ও প্রকৃতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট লেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির দেখা মিলছে। পাখির মঞ্জিল নামে পরিচিত এই জলাধারের পুরোটা জুড়েই বসেছে বসেছে অতিথি পাখির মেলা। এসব পরিযায়ী পাখিদের কিচিরমিচির শব্দে এখন মুখরিত রাজঘাট বাগান এলাকা। লেকটিকে পাখির অভয়াশ্রম ঘোষণা করার দাবি স্থানীয়দের।
শ্রীমঙ্গল শহর থেকে প্রায় উনিশ কিলোমিটার দূরে অবস্থিত রাজঘাট লেক। চারপাশ জুড়ে উঁচু-নিচু টিলা থেকে লেকের পাড় পর্যন্ত নেমে এসেছে চায়ের বাগান। মাঝখানের সমতলে এই প্রাকৃতিক লেকের স্বচ্ছ নীল জলে ফুটে রয়েছে অসংখ্য লাল শাপলা।
শীত আসার সাথে সাথে এই জলাধারে বসেছে পাখির মেলা। লাখ লাখ পরিযায়ী পাখির আগমন লেকটির সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। পাখিদের কিচিরমিচির শব্দ আর ডানা ঝাপটানো, জলাশয়ে ছড়িয়ে দিচ্ছে সুরের আবহ।
রাজঘাট লেকে পরিযায়ী পাখিগুলো যেন নিরাপদে থাকতে পারে, সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় ব্যানার্জি।
শীত ছাড়াও বছরের অন্য মৌসুমেও রাজঘাট লেকে পরিযায়ী পাখির দেখা মেলে।