৯:৫৫ পূর্বাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • পিরোজপুরে কৃষি প্রণোদনার ৬৩ লাখ টাকা বরাদ্দ
ads
প্রকাশ : এপ্রিল ২, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ন
পিরোজপুরে কৃষি প্রণোদনার ৬৩ লাখ টাকা বরাদ্দ
কৃষি বিভাগ

জেলার উফশী, বোনা আমন এবং খরিপ-১ মৌসুমের চাষিরা এখন মাঠে ব্যস্ত সময় অতিক্রম করছে। পিরোজপুর জেলায় উফশী জাতের আউশ চাষিদের প্রণোদনা দেয়ার লক্ষ্যে সরকারের কৃষি মন্ত্রণালয় ৬৩ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। এ টাকা থেকে ৭ হাজার ২শত কৃষককে প্রতি বিঘার জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ২০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।

চলতি খরিপ-১ মৌসুমে পিরোজপুর জেলার ৭ উপজেলার ৫২ টি ইউনিয়ন ও ৪ টি পৌর এলাকার ২৩ হাজার ৫ শত ৯৬ হেক্টর জমিতে ৯০ হাজার ৮১৬ মেট্রিকটন খরিপ-১ ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাইব্রীড, উফশী এবং স্থানীয় জাতের আউশ ১৭৩৭৮ হেক্টরে ৪২৪৬৫ মেট্রিকটন, ২৭৪৮ হেক্টরে বোনা আমন ২৮৩০ মেট্রিকটন, দেশী পাট৭৫ হেক্টরে ১৯১ মেট্রিকটন, তোসা পাট ১২০ হেক্টরে ৩৬০ মেট্রিকটন, মেছতা ১৭০ হেক্টরে ৩৫৭ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৫ হেক্টরে মরিচ ২৭ মেট্রিকটন, ২৮৮০ হেক্টরে বিভিন্ন জাতের সবজি ৪৩৫৭৪ মেট্রিকটন, ৫ হেক্টরে তিল ৫ মেট্রিকটন, ১৯০ হেক্টরে হলুদ ৮৫৭ মেট্রিকটন, ১৫ হেক্টরে আদা ১৫০ মেট্রিকটন চাষ করা হচ্ছে।

পিরোজপুরের কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক চিন্ময় রায় জানান, আউশ এবং বোনা আমন উৎপাদন বৃদ্ধিতে ধান ক্ষেতে জৈব সার ব্যবহার, সুষম সার ব্যবহার, সঠিক বয়সের চারা সারিতে রোপণ, গুটি ইউরিয়া ব্যবহার, পোকা দমনে পার্চিং এবং আলোর ফাঁদ ব্যবহার করার ব্যাপক প্রশিক্ষণ দেয়া হচ্ছে চাষিদের।

তিনি আরো জানান, বিনামূল্যে সার ও বীজ প্রদানের পাশাপাশি চািষদের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করছে জেলার সকল পর্যায়ের কৃষি কর্মকর্তারা। তিনি আশা প্রকাশ করে বলেছেন সরকারের এ প্রণোদনা সহায়তার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চািষরা খরিপ-১ মৌসুমে চাষাবাদে যথেষ্ট আগ্রহী হবে এবং কৃষির উৎপাদনও বৃদ্ধি পাবে।

এদিকে চলতি অর্থ বছরের আওতায় খরিপ-১ মৌসুমের ১৪৬টি প্রদর্শনী প্লট এর আয়োজন করা হচ্ছে। গোপালগঞ্জ- খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা ও পিরোজপুরকে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আউশ জাত প্রদর্শনী, আউশ ব্লক প্রদর্শনী, পাট প্লট প্রদর্শনী, জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী এবং সবজি প্রদর্শনীসহ পিরোজপুর জেলার জন্য মোট ১৪৬টি প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।-বাসস

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop