পীরগাছায় মিষ্টি আলুর জাত মূল্যায়ণে মতবিনিময় সভা
কৃষি বিভাগ
কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর জাত মূল্যায়ণে রংপুরের পীরগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব চরে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি) ও ইউকেএইড এর অর্থায়নে ডেভেলপমেন্ট এন্ড ডেলিভারি অব বায়োফর্টিফাইড ক্রপস এ্যাট স্কেল (ডিডিবায়ো) কর্মসূচির মাধ্যমে ১০ জন কৃষক-কৃষাণীর উপস্থিতিতে কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর জাত মূল্যায়ণ বিষয়ক এক মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীমুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা লোকমান আলম, রিচার্স ও ডেভেলমেন্ট বিশেষজ্ঞ সিআইপি প্রতিনিধি মনোয়ার হোসেন, জিইউকের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান রুমেল, সুপারভাইজার শাহিনুর আলম , মাঠকর্মী সাজেদুল ইসলাম প্রমূখ।