পূর্ব শত্রুতার আগুনে পুড়ল কৃষকের ৫০ বিঘার কলাবাগান
পাঁচমিশালি
পাবনা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৫০ বিঘা জমির কলাবাগান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক ইসলাম প্রামাণিকের।
রোববার (২০ মার্চ) রাতে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাওডাঙ্গা পীরপুর চর এলাকার কৃষক ইসলাম প্রামাণিকের কলাবাগানে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইসলাম বলেন, আজ (সোমবার) সকালে খবর পাই কে বা কারা আমার বাগানে আগুন দিয়েছে। এ সময় আমি লোকজন নিয়ে বাগানে ছুটে যাই। ততক্ষণে বাগানের প্রায় ৫০ বিঘা জমির কলাগাছ পুড়ে ছাই হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
তিনি আরো জানান, রমজান মাসকে সামনে রেখে ১৫ লাখ টাকার ঋণ নিয়ে তিনি ১০০ বিঘা জমিতে কলার আবাদ করেছিলেন। এর মধ্যে ৫০ বিঘা জমির গাছ পুড়ে ছাই হলো। এখন পথে বসা ছাড়া তার সামনে আর কিছুই নেই। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। ক্ষতিগ্রস্থ কৃষক থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।