প্রাধিকার এর গল্প লেখা প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা
ক্যাম্পাস
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর প্রাণী অধিকার এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন “প্রাধিকার” তাদের ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে।এ উদ্দেশ্যে সংগঠনটি একটি কল ফর রাইটিং প্রতিযোগিতার আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিজ আহমেদ বলেন, আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে গল্প লেখা প্রতিযোগিতা বিপুল সংখ্যক গল্প এসেছে । এর মধ্য থেকে বিচারকমন্ডলি ৩ টি গল্প নির্বাচন করেন।আমরা গত জুন মাসে একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত নেই । ম্যাগাজিনের একটি সেকশনে আমরা প্রাণীদের নিয়ে লেখা গল্প বা অভিজ্ঞতা প্রকাশ করতে চাই।
নির্বাচিত তিনটি গল্প ও তার লেখকরা হচ্ছেন, প্রথম: মানব শিশুর মত প্রাণী শিশুর কান্নাও উপেক্ষণীয় নয় (লেখক- সানজিদা মুস্তাফিজ, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়); দ্বিতীয়: ধর্ষণ (লেখক- চিরঞ্জিত সাহা, কলকাতা ); তৃতীয়: অতিথি ( লেখক- মুতাসিম নয়ন, সোয়াক সাহিত্য সংসদ, খুলনা)।