ফরিদপুরে ফসলের ব্যাপক ক্ষতি
কৃষি বিভাগ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দু’দিনের টানা বৃৃষ্টিতে ফরিদপুরে প্রায় ২০ হাজার হেক্টর জমির পেঁয়াজ, রসুন ও আলু সহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বৃৃৃষ্টির পানিতে ডুুবে গেছে মুড়িকাটা পেঁয়াজের ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। এদিকে, সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ।
দেশে মোট উৎপাদিত পেঁয়াজের সিংহভাগই চাষ হয় ফরিদপুরে। চলতি মৌসুমে জেলার পাঁচ হাজার হেক্টরেরও বেশি জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। চাষীদের এখন ক্ষেত থেকে পেঁয়াজ ঘরে তোলার কথা। কিন্তু হঠাৎ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে পেঁয়াজ, রসুন, আলু ও সরিষা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে মাথায় হাত কৃষকদের।
এদিকে, কৃষি কর্মকর্তাদের মাঠে গিয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: হযরত আলী।
দু’দিনের টানা বৃষ্টিতে ফরিদপুরে ২০ হাজার হেক্টর জমির ফসল কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।