ফসলে রোগ প্রতিরোধে সহায়ক ‘অতন্দ্র জরিপ’
কৃষি বিভাগ
বাগেরহাটে বিভিন্ন রোগবালাই থেকে ফসল রক্ষায় কৃষকদের হাতে-কলমে ‘অতন্দ্র জরিপ’ নামে এক পদ্ধতির প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ‘অতন্দ্র জরিপ’ নামে এই প্রশিক্ষণের মাধ্যমে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার আগেই সতর্ক হতে পারছেন চাষীরা। সেইসাথে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করাও সম্ভব হচ্ছে। ফলে দিন দিন এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে।
রোগ ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় বাগেরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে ‘অতন্দ্র জরিপ’ পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি ৫০ শতক জমিতে কোনাকুনি ভাবে ধান বা অন্য ফসলের ২০টি করে গোছা নির্বাচন করা হয়। প্রতি গোছায় ক্ষতিকর ও উপকারী পোকা, এবং পাতার সংখ্যা গণনা করে তা লিপিবদ্ধ করে রাখা হয়। এক সপ্তাহ পর আবারও সেগুলো পর্যবেক্ষণ করে রোগ ও পোকার আক্রমণ নির্ণয় করা হয়।
এক্ষেত্রে কৃষকরাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা।
কৃষি কর্মকর্তারা জানালেন, রোগ-বালাই থেকে ফসল রক্ষায় অতন্দ্র জরিপের মাধ্যমে হাতে-কলমে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যা খুবই কার্যকর পদ্ধতি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত জানান, এই পদ্ধতি অনুসরণ করলে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার কমবে বলেও জানান তিনি।