ফুটবলারের জালে ধরা পড়ল ২০ কেজির কোরাল
মৎস্য
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে স্থানীয় এক ফুটবলারের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ। মাছটি এক হাজার টাকা কেজি দরে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় হ্নীলা জালিয়াপাড়া নাফ নদী পয়েন্টে ইসমাইল নামে এক ফুটবল খেলোয়াড়ের জালে ওই কোরাল মাছটি ধরা পড়ে। মাছটি ইউনূছ নামে এক ব্যবসায়ী কিনেছেন।
ব্যবসায়ী ইউনূছ জানান , শুক্রবার সন্ধ্যার দিকে ইসমাইলের কাছ থেকে ৮০০ টাকা কেজি দরে ২০ কেজির কোরালটি তিনি কেনেন। পরে হ্নীলা বাজারে এনে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে ২০ হাজার টাকায় বিক্রি করেন।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, শুক্রবার বিকেলে একদল যুবক ফুটবল খেলার পর জাকি জাল দিয়ে মাছ ধরতে নামে। সেখানে ইসমাইল নামে এক ফুটবলারের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছটি উঠে আসে।